28 C
Kolkata
April 6, 2025
কলকাতা

শিক্ষক দিবসের দিন স্কুলে দুঃসাহসিক চুরি

নিজস্ব সংবাদদাতা, জয়নগর: শিক্ষক দিবসের দিন স্কুলে চুরি। এমনই ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা এলাকার পশ্চিম গাববেরিয়া উচ্চ মাধ্যমিক হাইস্কুল। বিগত কয়েক বছর আগেও এই স্কুলে চুরি হয়েছিল। কিভাবে এভাবে শিক্ষাঙ্গণে চুরি হচ্ছে, তা ভেবেই উঠতে পারছেন না স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্র-ছাত্রীরা। যদিও স্কুলের সিসিটিভি ক্যামেরা না থাকায়, অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে স্কুলের শিক্ষকদের।

আজ যেহেতু শিক্ষক দিবস, তাই প্রতিটা স্কুলে শিক্ষক দিবস পালন করা হচ্ছে। সেই মতো আজ সকাল থেকে স্কুল সাজানোর জন্য ছাত্রছাত্রীরা স্কুলে এসে পৌঁছায়। তারপর স্কুলের ভিতর ঢুকেই চক্ষু চড়কগাছ হয়ে যায় ছাত্রছাত্রীদের। স্কুলের ভিতরে প্রবেশ করে তাঁদের চোখে ভেসে ওঠে স্কুলের অফিস রুম থেকে লাইবেরী, সদ্য তৈরি হওয়া স্কুলের ল্যাব, প্রধান শিক্ষকের অফিস, রোড স্টাফ রুম, সমস্ত কিছু তছনছ করে দুষ্কৃতীরা। এরপর ছাত্রছাত্রীরা স্কুলের প্রধান শিক্ষককে খবর দেয়। খবর পেয়ে সাথে সাথে প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষকরা স্কুলে এসে পৌঁছান। ঘটনার খবর পেয়ে ছুটে আসে জয়নগর থানার পুলিশ। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত আছে? এবং কে বা করা চুরি করেছে তা খতিয়ে দেখছেন।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ কুমার মন্ডল বলেন, এই ঘটনায় আমি স্তম্ভিত। আমি প্রধান শিক্ষক হিসাবে এই স্কুলে আসার পরে একবার এই রকম দুঃসাহসিক চুরি হয়েছিল। এবং আমি প্রশাসনকে জানিয়েছিলাম। কিন্তু সেই ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি প্রশাসন। ফের শিক্ষক দিবসের দিন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। কোনওভাবেই মেনে নেওয়া যায়না। তাই প্রশাসনকে বলব, এই বিষয়টি তদন্ত করে দুষ্কৃতীদের চিহ্নিত করে তাঁদেরকে কঠোর শাস্তি দিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।

Related posts

Leave a Comment