18 C
Kolkata
December 22, 2024
দেশ

শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে আবার মুক্তি পেল দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে

সংবাদ কলকাতা, ২ নভেম্বর: ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল কাজল শাহরুখের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। তারপর বাকিটা ইতিহাস। অন স্ক্রিন কেমিস্ট্রিতে বাজিমাত করেছিলেন তাঁরা। যশরাজের ব্যানারের দুলহানিয়া লে জায়েঙ্গে ব্লকবাস্টার সুপার হিট। কেউ এই ছবিটা ১০, কেউ ১২, আবার কেউ তারও বেশিবার দেখেছেন। দুর্দান্ত চিত্রনাট্য, অসাধারণ মিউজিক কম্পোজিশন, মেলোডি, শাহরুখ কাজলের দুর্দান্ত অভিনয় দর্শকদের মন ভরিয়ে দিয়েছিল। ২৭ বছর পরে আজও দিলবালে দুলহানিয়া লে জায়েঙ্গে নবীন। টিভির পর্দায় আজও ‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম গানটি’ দেখতে পেলে আমরা অনেকেই পুরনো স্মৃতিগুলো মনে করি।
২ নভেম্বর ৫৭ বছর বয়সে পা রেখেছেন কিং খান। তাঁর জন্মদিন স্মরণীয় করতে আবার যশরাজ ব্যানারে নিয়ে এলেন দিলবালে দুলহানিয়া লে যায়েঙ্গে। এই দিনে আবার মুক্তি পেয়েছে সিনেমাটি। যাঁরা দুর্দান্ত ছবিটি বড় পর্দায় দেখতে পারেননি, তাঁদের কাছে একটা বড় সুযোগ। আইনক্স সহ আরও বেশ কিছু মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হবে এই দুর্দান্ত ছবি।

Related posts

Leave a Comment