সংবাদ কলকাতা :- বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য আনা হয়েছিল শেখ শাহজাহানকে৷ শেখ শাহজাহানের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ তবে এবার সামগ্রিক সন্দেশখালি-কাণ্ডেই তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে৷ স্বতঃপ্রণোদিত মামলা ও জনস্বার্থ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ বৃহস্পতিবার সে কথা শুনে প্রতিক্রিয়া দিলেন সন্দেশখালির একদা ‘মুকুটহীন সম্রাট’ শেখ শাহজাহান৷ এদিন তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে৷ বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন তিনি৷ ইডি দফতর থেকে হাসপাতালের দিকে নিয়ে যাওয়ার সময় শেখ শাহজাহানকে জিজ্ঞেস করা হয়, এবার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, কী বলবেন আপনি? প্রতু্যত্তরে শাহজাহান বলেন, “খুব ভাল হবে৷ সিবিআই তদন্ত হলে খুব ভাল হবে৷” অন্যদিকে, রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম কেন্দ্রীয় এজেন্সিকে গুরুত্ব দিতে রাজি নন৷ সিবিআই তদন্তের কথা শুনে ফিরহাদ বলেন, “ট্রাফিক পুলিশের মতো এখন মানুষ আর সিবিআই-কে মানে না৷” শেখ শাহজাহানের বাডি়তে তল্লাশি চালাতে গিয়েই শারীরিক নিগ্রহের শিকার হতে হয়েছিল ইডি আধিকারিকদের৷ গত ৫ জানুয়ারি সেই ঘটনার সূত্র ধরে শিরোনামে আসে সন্দেশখালি৷ তারপর থেকে নিখোঁজ ছিলেন শেখ শাহজাহান৷ বিক্ষোভের ছবি দেখা যায় গোটা এলাকা জুডে়৷ বছরের পর বছর জমে থাকা অভিযোগ সামনে আসতে শুরু করে৷ জমি দখল থেকে নারী নির্যাতনের মতো অভিযোগ সামনে আসে৷ এরপরই একাধিক মামলা হয়৷ সেই মামলাতেই সিট গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই-কে৷ গত বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই নির্দেশ দিয়েছে৷ আর এই নির্দেশ ঘিরেই শেখ শাহজাহান জানালেন ‘সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে’৷
previous post