নাসিক, ৫ নভেম্বর: আজ শনিবার মুম্বইগামী শালিমার এক্সপ্রেসের একটি পার্সেল ভ্যানে আগুন। এদিন সকাল ৮টা ৪৫ মিনিটে মহারাষ্ট্রের নাসিক রোড স্টেশনে ঘটে এই ঘটনা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। রেল কর্তারা জানিয়েছেন, শালিমার এবং মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাস স্টেশনের মধ্যে চলাচলকারী ট্রেনের ইঞ্জিনের পাশের মালবাহী কামরায় আগুন লাগে। কিন্তু, যাত্রীবাহী কামরাগুলিতে সেই আগুন ছড়িয়ে পড়তে পারেনি। কারণ, মালবাহী কামরাটিকে সঙ্গে সঙ্গে ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয়। কী কারণে ওই কামরায় আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবাজি সুতার বলেন, “সমস্ত যাত্রী নিরাপদে আছেন।”
previous post