22 C
Kolkata
December 25, 2024
রাজ্য

শহীদ অভিজিৎ সরকারের বেদীর দশ হাত দূরে বিজেপির এক চকচকে স্টেজ

২০২১ সালে হওয়া ভোট পরবর্তী হিংসা নিহত শহীদ অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার বলেন ভারতীয় জনতা পার্টি শহীদ পরিবারকে আর প্রয়োজন নেই। শহীদ অভিজিৎ সরকারের বেদীর দশ হাত দূরে বিজেপির এক চকচকে স্টেজ বানানো হয়েছে বলে তাদের দাবি সেখানে তাদের কোন নিমন্ত্রণ নেই এবং সেখানে বিজেপিতে জয়েনিং করানো হচ্ছে অভিজিৎ সরকারের খুনিদের আত্মীয় । যেখানে উচ্চ আদালত এবং শীর্ষ আদালতে মামলা চলছে এবং অভিজিৎ সরকারের খুনিদের সিবিআই এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এই চূড়ান্ত অপমান অভিজিৎ সরকারের পরিবার তারা মেনে নিতে না পেরে বিশ্বজিৎ সরকার বিজেপি পার্টি থেকে পদত্যাগ করছেন ও শহীদ অভিজিৎ সরকারের শহীদ বেদি সাদা কাপড়ে ঢেকে দেয় এবং পার্টির দেওয়া আর্থিক সাহায্য ফেরত দিতে যাচ্ছেন। এবং তার পাশাপাশি যারা অভিজিৎ সরকারের হত্যাকাণ্ডে খুনিদের বিরুদ্ধে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে এখনো অব্দি মামলা চলছে এবং সিবিআই তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ঠিক লোকসভা ভোটের আগেই বিজেপির ঘরে ভাঙ্গন লাগতে শুরু করেছে। মূলত প্রশ্ন হচ্ছে একটাই অভিজিৎ সরকারের হত্যার কাণ্ডে যারা দোষী তাদেরকে গা ঢাকা দেবার জন্যই কি শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদান করছে। ওয়ার্ড নম্বর ৩০ বেলেঘাটা মন্ডল নর্থ কলকাতা বিজেপি মন্ডল প্রেসিডেন্ট উদ্যোগে কাঁকুড়গাছি অভিজিৎ সরকার বাড়ির ১০ হাত দূরে বিজেপিতে যোগদান কর্মসূচি অনুষ্ঠান আয়োজন করা হয়। এখানে পরিষ্কার চিত্র দেখা যাচ্ছে যে সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে।

Related posts

Leave a Comment