সংবাদ কলকাতা, ২ ডিসেম্বর: এবার কলকাতা মহানগরের সমস্ত হুক্কা বার বন্ধ করার নির্দেশ দিলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। যুব সমাজের স্বাস্থ্যের কথা ভেবেই এরূপ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই সঙ্গে আর নতুন করে হুক্কা বারের লাইসেন্স দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।
মেয়র জানিয়েছেন, হুক্কাগুলিতে বিষাক্ত রাসায়নিকের ধোঁয়া উৎপত্তি হয়। যার ফলে স্বাস্থ্যের ক্ষতি হয়। তাই শুধু মৌখিক ভাবেই নয়, খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন তিনি। মেয়র বলেন, এবিষয়ে পুলিশের সাহায্য নেওয়া হবে। যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।