সংবাদ কলকাতা: শহরের রুগ্ন স্কুলগুলিকে সংযুক্তিকরণের পথে হাঁটতে চলেছে কলকাতা পুরসভা। অর্থাৎ যেসব স্কুলে প্রচুর ছাত্র আছে তো বেশি শিক্ষক নেই, আবার অনেক শিক্ষক আছে তো পর্যাপ্ত শিক্ষার্থী নেই, কোথাও বড়ো স্কুলবাড়ি আছে তো বেশি পড়ুয়া নেই, কোথাও পড়ুয়া অনেক তো জরাজীর্ণ ছোট স্কুলবাড়ি, সেইসব স্কুলগুলিকে সংযুক্ত করে পূর্ণাঙ্গ স্কুল গঠন করার সিদ্ধান্ত নিল পুরসভা।
প্রথম পর্যায়ে এরকমই ছয়টি স্কুলকে সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যদিও পুরসভার হিসেবে এই ধরণের অসম্পূর্ণ স্কুলের সংখ্যা ২৬টি। সূত্রের খবর এই ধরণের স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা ক্রমশঃ কমতে শুরু করেছে। সেজন্য পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, যে স্কুলে পড়ুয়া সংখ্যা কম, সেই স্কুলের ছাত্রছাত্রীদের পাশের স্কুলে মিশিয়ে দেওয়া হবে। এমনকি যেসব স্কুলবাড়িতে সকালে বিকালে দুটি স্কুল চলে, কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যায় বিস্তর ফারাক রয়েছে সেই স্কুলগুলিকেও মিশিয়ে দিয়ে একবেলায় স্কুল চালানো হবে। পরিবর্তে সেই খালি হওয়া স্কুল বাড়িতে পুরসভার অন্য কোনও কাজ বা স্বাস্থ্যকেন্দ্র চালু করা হবে।
প্রসঙ্গত বর্তমানে পুরসভা পরিচালিত স্কুলের সংখ্যা ২৪২টি। সংযুক্তিকরণের ফলে সেই সংখ্যা দাঁড়াবে ২১৬টি। এবিষয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘বহু স্কুলবাড়ি আমরা ভাড়া নিয়ে চালাই। অনেক জায়গায় সেগুলি জরাজীর্ণ। বেশি ছাত্রছাত্রীও নেই। কিন্তু শিক্ষক রয়েছেন। নিয়ম অনুযায়ী, শিক্ষক এবং পড়ুয়ার যে অনুপাত থাকা দরকার তার তুলনায়ও সেখানে ছাত্রছাত্রী সংখ্যা কম। এই স্কুলগুলিকে আশপাশের অন্য স্কুলের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হবে।’
previous post