সংবাদ কলকাতা, ১২ অক্টোবর: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি পুজোর। তারপরে মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে যাবে দর্শনার্থীদের ভিড়। এবার পুজোয় বিদেশীদের ভিড় বাড়বে বলে মনে করছে কলকাতা পুলিশ। তাই স্বাভাবিকভাবে প্রতিবারের মতো এবারও পুজো মণ্ডপগুলি দর্শনার্থীদের সুরক্ষায় কতটা ব্যবস্থা নিচ্ছে তা জানতে ইতোমধ্যেই মণ্ডপ পরিদর্শন করা শুরু করল কলকাতা পুলিশ। ইতোমধ্যেই কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) সন্তোষ পাণ্ডে কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করেছেন। আজ থেকে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল শুরু করলেন শহরের মণ্ডপগুলি পরিদর্শনের কাজ।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, পুলিশ কমিশনার শহরের বিভিন্ন প্রান্তের ৮টি পুজো মণ্ডপ পরিদর্শন করবেন। পুলিশ কমিশনার আজ প্রথম পরিদর্শন করেন একডালিয়া এভারগ্রিনের পুজো। এরপর একেএকে বোসপুকুর শীতলা মন্দির, দেশপ্রিয় পার্ক, ত্রিধারা সম্মিলনী, চেতলা অগ্রণি, সুরুচি সংঘ পরিদর্শন করবেন। মধ্য কলকাতার কলেজ স্কয়ার ও বেহালার নূতন দলের পুজো মণ্ডপও পরিদর্শন করবেন পুলিশ কমিশনার বলে পুলিশ সূত্রের খবর। সব মিলিয়ে আসন্ন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ততা তুঙ্গে। মন্ডপে মন্ডপে দেখা গিয়েছে পুজো উদ্যোক্তা থেকে শুরু করে প্যান্ডেল শিল্পী ও প্রতিমা শিল্পীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি রয়েছে চরম ব্যস্ততা।
previous post