তিন বছরের বন্ডে সই করা সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের জেলার হাসপাতালে গিয়ে কাজ করা বাধ্যতামূলক থাকলেও নিয়মে ফাঁকি দিয়ে অনেকেই নিজেদের মেডিক্যাল কলেজে থেকে যান। এবার নিয়ম না মানলে মাসিক ভাতা বন্ধের মুখে পড়বেন তাঁরা। নতুন বর্ষ থেকে এই নিয়ম জারি করেছে স্বাস্থ্যদপ্তর। জারি করা হয়েছে নির্দেশিকাও।
সরকারি কোটায় এমডি-এমএসের কোর্স করার সময় একটি চুক্তি স্বাক্ষর করতে হয় ডাক্তারদের। ওই চুক্তি অনুসারে, কোর্স শেষ করার পর ডাক্তারদের তিন বছর সরকারি হাসপাতালে কাজ করতে হবে।