November 1, 2025
জেলা রাজ্য

শরীর ভালো নেই, আদালতে যাওয়ার পথে বললেন অনুব্রত

আসানসোল, ৭ সেপ্টেম্বর: গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের ১৪ দিনের জেল হেফাজত শেষ হয়েছে। সেজন্য আজ আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হবে তাঁকে। সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কথা বলে শর্ত সাপেক্ষে অনুব্রতর জামিন চাইতে পারেন আইনজীবী। কিন্তু অনুব্রতর বিরুদ্ধে প্রভাবশালীর অভিযোগ এনে জামিনের বিরোধিতা করতে পারে সিবিআই। ইতিমধ্যেই অনুব্রতর বিরুদ্ধে আরও তথ্য প্রমাণ হাতে এসেছে সিবিআই -এর কাছে। বাজেয়াপ্ত হয়েছে তাদের প্রায় ১৭ কোটি টাকার সঞ্চয়ী আমানত ও ১৬২টি সম্পত্তি। তারপর থেকেই সিবিআই এর নজর ছিল তাঁর ঘনিষ্ঠদের ব্যাঙ্ক একাউন্টের উপর। সেই সমস্ত একাউন্টের লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়ে পাঠায় ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে। আর তারই নথি সিবিআই-এর হাতে এসে পৌঁছায় সোমবার। সেখান থেকে মিলেছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেজন্য সিবিআই-এর আইনজীবী জামিনের আবেদনের বিরোধিতা করতে পারবে বলে বিশেষজ্ঞদের অনুমান।
উল্লেখ্য, আজ আসানসোল সংশোধনাগার থেকে বেরিয়ে আদালতে যাওয়ার পথে অনুব্রত জানান তাঁর শরীর ভালো নেই। মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা প্রসঙ্গে অনুব্রত কোনও মন্তব্য করতেও রাজি হননি।

Related posts

Leave a Comment