24 C
Kolkata
April 18, 2025
কলকাতা

শনি ও রবিবার শিয়ালদহ শাখায় লোকাল-এক্সপ্রেস সহ বাতিল একগুচ্ছ ট্রেন

সংবাদ কলকাতা, ২৫ নভেম্বর: দমদম ও নৈহাটির মধ্যে রেল ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিয়ালদহ শাখায় লোকাল-এক্সপ্রেস সহ বাতিল একগুচ্ছ ট্রেন।এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী।
পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শনিবার রাত ১১টা থেকে রবিবার সকাল ১০.৪৫ পর্যন্ত শিয়ালদহ মেন শাখায় বাতিল থাকবে বেশ কিছু ট্রেন। এছাড়া শুক্রবার থেকে ইন্টারলকিংয়ের কাজের জন্য আগামী ৫ দিন দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেন বাতিল হয়েছে এবং কয়েকটির যাত্রাপথ পরিবর্তন হয়েছে।

দেখে নিন কোন কোন ট্রেন বাতিল-
আপ ও ডাউন শিয়ালদহ–বারাকপুর লোকাল,
আপ ও ডাউন শিয়ালদহ–নৈহাটি লোকাল,
আপ ও ডাউন শিয়ালদহ–রানাঘাট লোকাল,
আপ ও ডাউন শিয়ালদহ–কল্যাণী সীমান্ত লোকাল,
আপ ও ডাউন শিয়ালদহ–কৃষ্ণনগর লোকাল।

এদিকে, অন্ডাল স্টেশনে নন–ইন্টারলকিং সিস্টেমের কাজ চলবে ২৫ থেকে ২৯ তারিখ অবধি।

দেখে নিন এই পাঁচদিন কোন কোন ট্রেন বাতিল থাকবে-
পাটনা–কলকাতা গরিব রথ এক্সপ্রেস,
রক্সোল–হাওড়া এক্সপ্রেস,
হাতিয়া–বর্ধমান এক্সপ্রেস,
বালিয়া–শিয়ালদহ এক্সপ্রেস.
আজমগড়–কলকাতা এক্সপ্রেস।
এছাড়া মুজফ্ফরপুর–হাওড়া এক্সপ্রেস–সহ বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment