সংবাদ কলকাতা: শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বৈঠকের সম্ভাবনা। এমনটাই নবান্ন সূত্রে খবর।
ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে বৈঠক নিয়ে শুরু হয়েছে জল্পনা। রাজ্যের পক্ষ থেকে কী দাবি তুলবেন মুখ্যমন্ত্রী?
সূত্রের খবর, রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলগুলি নিয়ে রাজ্যের কী অবস্থান, সেই বিষয়ে বেশ কিছু দাবিপত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দুদিনের সফরে শুক্রবার রাতে কলকাতাতে পৌঁছনোর কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। শনিবার নবান্ন সভাঘরে আয়োজিত Eastern Zonal Council Meeting-এ যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আলাদা বৈঠক হওয়ার সম্ভাবনা অমিত-মমতার।