25 C
Kolkata
November 1, 2025
রাজ্য

শনিবার পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান সম্পন্ন হল

নিজস্ব সংবাদদাতা, সংবাদ কলকাতা: শনিবার সকালে বন্দে ভারত পাটনা-হাওড়া গামী এক্সপ্রেস ট্রেনের ট্রায়াল রান শুরু হলো। এই ট্রেন পাটনা থেকে সকাল ৮ টায় যাত্রা শুরু করে জসিডি চিত্তরঞ্জন হয়ে ট্রেনটি দুপুর ১২ টা বেজে ১৫ মিনিট নাগাদ আসানসোল স্টেশনের ৫ নং প্ল্যাটফর্মে এসে পৌঁছায়। আসানসোল স্টেশনে প্রায় ছয় মিনিট দাঁড়ানোর পর ১২ টা বেজে ২১ মিনিটে ট্রেনটি আসানসোল স্টেশন থেকে ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। তবে ট্রেনটি আসার আগেই স্টেশনে বহু মানুষ ভীড় জমিয়েছিল তাদের স্বপ্নের ট্রেনটি একবার সামনে থেকে দেখার ও সেলফি তোলার জন্য। সম্ভবত আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের আগেই পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের আনুষ্ঠানিক সূচনা হতে পারে।

রেল সূত্রে জানা গিয়েছে, এই বন্দে ভারত হাওড়া-পাটনা এক্সপ্রেস সকাল ৮ টায় পাটনা থেকে ছাড়বে এবং প্রায় ৬ ঘণ্টা ৩০ মিনিট যাত্রা করার পর হাওড়া পৌঁছবে। সকাল ১১ টাই এটি জসিডি স্টেশন হয়ে দুপুর ১২ তা ১৩ মিনিট নাগাদ আসানসোল স্টেশনে পৌঁছাবে ট্রেনটি। ট্রায়াল রানে ট্রেনটি জসিডি ও আসানসোলে এই স্টপেজ দেওয়া হয়েছিলো। একইভাবে ফেরার সময় ট্রেনটি হাওড়া থেকে বিকাল ৩ টে বেজে ৫৫ মিনিটে ছেড়ে যাবে এবং রাত ১০ টা বেজে ৩৫ মিনিটে এ পাটনা পৌঁছবে। ফেরার পথে বিকাল ৫ তা ৫১ মিনিট নাগাদ আসানসোলে পৌঁছনোর পর সেখানে ২ মিনিট থামার পর পুনরায় রওনা দেবে পাটনার উদ্দেশ্যে।

Related posts

Leave a Comment