23 C
Kolkata
April 18, 2025
জেলা

শতাব্দী প্রাচীন গোর্খা জন পুস্তকালয়ের হলঘরে হামলা চালালো বাঁদরের দল, ক্ষতিগ্রস্ত বহু জিনিস

কার্শিয়াং,২ আগস্ট: বাঁদরের হামলায় অতিষ্ঠ কার্শিয়াং শহরবাসী। এবার 1913 সালে কার্শিয়াংয়ে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী গোর্খা জন পুস্তকালয়ের হলঘরে ঢুকে ভাঙচুর চালালো একদল বাঁদর। বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, ব্রিটিশ আমলে গোর্খা জনজাতির দাবি দাওয়া নিয়ে কাজ করার জন্য ‘গোর্খা জন পুস্তকালয়’ নামে এই সংগঠন তৈরি করা হয়। কার্শিয়াংয়ের সংগঠনের একটি হলঘর রয়েছে। মঙ্গলবার সেই হলঘরে রীতিমতো ভাঙচুর চালালো বাঁদরের দল। বাঁদরের দলের এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে হল ঘরের ভেতরে থাকা চেয়ার ,টেবিল, ডেস্ক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিষ।

Related posts

Leave a Comment