বিশেষ সংবাদদাতা, ময়নাগুড়ি: লোনাক হ্রদ ভেঙে বিপর্যয় দেখা যায় সিকিমে। তিস্তার জলস্তর বৃদ্ধি হওয়ায় ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়। যার ফলে তিস্তার অসংরক্ষিত এলাকায় জল ঢুকে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বন্যায় একদিকে যেমন বিপর্যস্ত মানুষ, তেমনি বিপর্যয়ের মুখে তিস্তা চরের বাসিন্দারা। অনেকের আবাদি জমির ফলন নষ্ট হয়ে গিয়েছে। যার জেরে পুজোর আগে দিশেহারা হয়েছেন কৃষকরা। বন্যা পরিস্থিতির জেরে সাধারণ মানুষের আয়ের মূল অস্ত্র কৃষিকাজ বিপন্ন হওয়ায় মাথায় হাত পড়েছে চাষীদের।
যদিও জেলা কৃষি অধিকরণ সূত্রে খবর, মূলত ময়নাগুড়ি, মালবাজার, ক্রান্তি এবং রাজগঞ্জ ব্লকের বেশ কিছু এলাকায় সমস্যা হয়েছে। তবে ধানের জমিতে তেমন ক্ষতি নেই। অল্প কিছু শাক-সব্জী জাতীয় ফলন নষ্ট হয়েছে। তাঁদের কথায় জেলায় কৃষিকাজে তেমন বড় ধরনের কোনও ক্ষতি হয়নি। তবে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের কথা মাথায় রেখে পরবর্তীতে বিভিন্ন বীজ প্রদান করে সাহায্য করবেন বলেও জানা গিয়েছে।
previous post
next post