লোকসভা ভোটের আগের মুহূর্তে মুর্শিদাবাদে ফের বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বোমা বিস্ফোরণে এক কৃষকের হাত উড়ে গিয়েছে। আজ রবিবার,সকালে ঘটনাটি ঘটেছে দৌলতাবাদ থানার গুরুদাসপুর গ্রাম পঞ্চায়েতের চোয়াডাঙায়। জানা গিয়েছে, জমিতে কাজ করতে যাওয়ার সময় আলের পাশে সকেট বোমা পড়েছিল। সেই সকেট বোমা হাতে নিতেই বিস্ফোরণ ঘটে। জখম ওই ব্যক্তির নাম রাশিদুল শেখ। গুরুতর জখম অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।