21 C
Kolkata
December 25, 2024
রাজ্য

লোকসভা ভোটের প্রস্তুতি শুরু কমিশনের

সংবাদ কলকাতা, ২২ জানুয়ারি: আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। আর তারপরই রাজ্যের আসতে চলেছে কমিশনের ফুল বেঞ্চ। তার আগেই রাজ্যকে আনুষ্ঠানিকভাবে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিতে বলল নির্বাচন কমিশন।

প্রসঙ্গত পঞ্চায়েত ভোট শেষ হয়েছে, মিটেছে উপ নির্বাচনের পর্বও। এবার লোকসভা নির্বাচনের জন্য শুরু হয়েছে জোর প্রস্তুতি। নির্বাচন কমিশনের তরফ থেকে জেলাশাসকদের বিশেষ নির্দেশ দেওয়া হল। মূলত রাজনৈতিক সংঘর্ষের বিষয়েই নজর দিতে চাইছে কমিশন। সূত্রের খবর, জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, কোনও সংঘর্ষের ঘটনায় শুধুমাত্র এফআইআর করে ফেলে রাখলেই চলবে না, সেই মামলায় অগ্রগতি কতটা হয়েছে, চার্জশিট তৈরি হয়েছে কি না, কাউকে গ্রেফতার করা হয়েছিল কি না, তা জানতে চাওয়া হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে এ ব্যাপারে পুলিশের সঙ্গে কথা বলার পরামর্শও দিয়েছে কমিশন।

সূত্রের খবর, এই মর্মে তারা রাজ্যের মুখ্যসচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিককে একটি চিঠি পাঠিয়েছে। তাতে কমিশন উল্লেখ করেছে, বর্তমান লোকসভার মেয়াদ শেষ হতে চলেছে। তাই ভোটগ্রহণের প্রস্তুতি এখনই শুরু করে দিতে হবে।

সেজন্য চিঠিতে রাজ্য প্রশাসনের আধিকারিকদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। কোন আধিকারিক কতদিন সংশ্লিষ্ট পদে রয়েছেন, তা কমিশনকে জানাতে বলা হয়েছে। পুলিস প্রশাসনের ক্ষেত্রেও ওই তালিকা প্রস্তুত রাখার কথা। জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, কোনও সংঘর্ষের ঘটনায় শুধুমাত্র এফআইআর করে ফেলে রাখলেই চলবে না, সেই মামলায় অগ্রগতি কতটা হয়েছে, কাউকে গ্রেফতার করা হয়েছিল কি না, তা জানতে চাওয়া হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রের খবর, প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে অনেক আগেই।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে, যা থেকে লোকসভা নির্বাচনের কৌশল তৈরি করা যায়। যে দিন থেকে বিধানসভা নির্বাচন ঘোষণা করা হয়েছিল আর যতদিন পর্যন্ত কমিশনের অধীনে ছিল রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ততদিন পর্যন্ত হওয়া সব রাজনৈতিক সংঘর্ষের বিস্তারিত তথ্য জোগাড় করার কথা বলা হয়েছে। বুথের বাইরের হোক বা ভিতরের, সব ঘটনার বর্তমান স্টেটাস কী, তা জানতে চেয়েছে কমিশন।

পাশাপাশি, পঞ্চায়েত ভোটের সময়কার অশান্তির তথ্যও সংগ্রহ করবে কমিশন। আর তা দিয়েই তৈরি হবে, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আইন শৃঙ্খলার মানচিত্র।

Related posts

Leave a Comment