সুমন মল্লিক, ২২ জুলাই: রাজ্যে পঞ্চায়েত ভোটের রেশ কাটতে না কাটতেই সারা দেশ জুড়ে বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। আগামী ২০২৪ সালেই অনুষ্ঠিত হতে চলেছে ১৮ তম লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই দেশের ২৬ টি বিরোধী দল একজোট হয়েছে বর্তমান ক্ষমতাসীন এনডিএ জোটের বিরুদ্ধে। যার প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ব্যাঙ্গালোরে। যে জোটের নাম দেওয়া হয়েছে আইএনডিআইএ। জোটের এই নাম নিয়েও রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা। এরই মধ্যে রাজ্যের লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তিন সদস্যের এক প্রতিনিধি দল। এই দলে থাকছেন নির্বাচন কমিশনের তিন জন ডেপুটি কমিশিনার। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে তারা রাজ্যে আসছেন বলে কমিশন সূত্রে খবর।
জানা গিয়েছে, কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে আসার আগেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাশাসকের সাথে বৈঠক সেরেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। আগামী ১ আগস্ট থেকে ৭ অক্টোবর পর্যন্ত রাজ্যে চলবে ইভিএম পরীক্ষার কাজ। প্রাথমিক ভাবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে ৮০ হাজার ৯০৯ টি বুথের কথা উল্লেখ করা হয়েছে এবং ১৪ হাজার ৯৯৪ টি কন্ট্রোল ইউনিট খতিয়ে দেখার জন্য বলা হয়েছে এই সময়ের মধ্যে। পাশাপাশি পরীক্ষা করা হবে প্রায় দেড় লক্ষ ভিভিপ্যাড। সংগে চলবে ভোটার তালিকা সংশোধনের কাজ।
previous post