November 1, 2025
দেশ

লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে বৈঠক ডিডিসির

ধানবাদ – ধানবাদে লোকসভার নির্বাচনের তারিখ আগামী পঁচিশ মে৷ হাতে কিছুটা সময় থাকলেও জেলা প্রশাসন কোন রকম ঝুঁকি নিতে চায় না৷ তাই প্রায় প্রতিদিন নানা বিষয় নিয়ে বিভিন্ন অফিসার ও কর্মীদের নিয়ে বৈঠক করছে৷ ধানবাদের ডিডিসি সাদাত আনোয়ার একটি জরুরি বৈঠক করলেন৷ বৈঠকে ভোট কর্মীদের ট্রেনিং, ভোট কেন্দ্র গুলিতে পানীয় জলের ব্যবস্থা সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন ও দিশা নির্দেশ জারি করেন৷ ধানবাদের ভোট কর্মীদের প্রথম চরনের ট্রেনিং প্রায় শেষ৷ হয়ে গিয়েছে৷
শহরে বেশ কিছু মহিলা বুথ করা হবে৷ তার জন্য মহিলা ভোট কর্মীদের ও ট্রেনিং দেওয়া হচ্ছে৷ এবার ভোট কর্মীদের দ্বিতীয় চরনের ট্রেনিং করানোর জন্য ডিডিসি চিঠি পাঠানোর নির্দেশ দেন৷ আগামী ১৮ এপ্রিল থেকে ট্রেনিং শুরু হবে বলে ডিডিসি সাদাত আনোয়ার জানিয়েছেন৷
এর মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ধানবাদ থেকে কিছু ভোট কর্মীকে নির্বাচন করানোর জন্য পাঠানো হবে৷ তার জন্য বিসিসিএল থেকে লোক নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে৷ ওখান থেকে লিস্ট এলেই ট্রেনিং এর ব্যবস্থা করা হবে৷ ডিডিসি বলেন, শহরের ভোট কেন্দ্রগুলিতে নগর নিগম জল সরবরাহ করবে৷ এর জন্য নগর নিগম ধানবাদ বিধানসভা কেন্দ্র ও ঝরিয়া বিধানসভা কেন্দ্র গুলির সার্ভে করে৷
এখানে ৮০০ ভোট কেন্দ্র আছে৷ তার মধ্যে ঝরিয়া তে ৩৪৬ টি ভোট কেন্দ্র আছে৷ এছাড়াও ভোট কেন্দ্রগুলির আসে পাশে চাপা কলগুলি মেরামত করার জন্য নির্দেশ দেন৷ বৈঠকে এনআইসি র অফিসার সুনিতা তুলসিআইন, ডিএসসি ভূতনাথ রাজয়ার, ওম প্রকাশ সিংহ সহ অনেকে উপস্থিত ছিলেন৷

Related posts

Leave a Comment