নিজস্ব সংবাদদাতা, বর্ধমান– লোকসভা নির্বাচনের প্রস্তুতি চলছে জোর কদমে৷ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলির প্রচারের উত্তাপও ক্রমশঃ বাড়ছে৷ পিছিয়ে নেই নির্বাচন কমিশনও৷ ভোটারদের ভোটদানে সচেতনতা বাড়াতে কমিশন নানান কর্মসূচী নিয়েছে৷ সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেক্টোরাল পার্টিসিপেশন কর্মসূচির মাধ্যমে ভোটারদের সচেতন করতে নির্বাচন কমিশনের নির্দেশে ব্লক ও জেলা প্রশাসন নানান ধরনের অনুষ্ঠান করছে৷ এই কর্মসূচিতে জেলার বর্ধমান-১ ব্লক প্রশাসন একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে৷
বর্ধমান শহরের উপকণ্ঠে রেনেসাঁ উপনগরীতে বর্ধমান -১ ব্লক একাদশ বনাম রেনেসাঁ টাউনশিপ একাদশ অংশ নেয়৷ এদিনের ক্রিকেট খেলার মধ্যমণি ছিলেন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক রজনীশ কুমার যাদব৷ ১০ ওভারের খেলায় বর্ধমান- ১ ব্লক ১১৫ রান করে৷ এরমধ্যে বিডিও একাই ৫৮ রান তুলে দলকে জয়ের পথে এগিয়ে দেন৷ এছাড়া বন্ডুল গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ এ্যাসিস্ট্যান্ট অভিজিৎ ঘটক ২৮ রান সংগ্রহ করে নট আউট ছিলেন৷ খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও সন্দীপ চন্দ্, কর্মাধ্যক্ষ রাজেন মুখার্জী, খাদ্য ও সরবরাহ দপ্তরের সাব-ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিকী, ক্যাসিয়ার সুশান্ত দে সহ অন্যান্যরা৷ টান টান উত্তেজনাপূর্ণ খেলায় বর্ধমান -১ ব্লক একাদশ বিজয়ী হয়েছে৷ উপস্থিত ছিলেন বর্ধমান ১ ব্লকের অ্যাকাউন্ট্যান্ট অঞ্জন সিনহা, ব্লক যুব আধিকারিক অনিন্দিতা সেন সহ আরও অনেকে৷ বর্ধমান ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক রজনীশ কুমার যাদব বলেন, প্রত্যেক ভোটার যাতে ভোটাধিকার প্রয়োগ করেন৷ ভোট দানে সচেতনতা বৃদ্ধিতে এই খেলার আয়োজন৷ রেনেসাঁ টাউনশিপে প্রায় ১৫০০ মানুষের বাস, সেই জন্যই এখানে ভোট্টু-কে সামনে রেখে ভোটের বার্তা দিতে খেলার আয়োজন করা হয়েছে৷
							previous post
						
						
					