24 C
Kolkata
April 18, 2025
রাজ্য

লোকসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রীকে ছুঁচো বাজি তাড়া করবে, মন্তব্য তমলুকের বিজেপি প্রার্থীর

সংবাদ কলকাতা, ০৯ এপ্রিল: এবার মমতা বন্দোপাধ্যায় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা হাইকোর্টের প্রেকটিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গতঃ, ২০২২ সালে ভুপতিনগরে ঘটে যাওয়া বোমা বিস্ফোরণের ঘটনায় ছিন্ন ভিন্ন হয়ে যায় ৩ জন তৃণমূল কর্মীর দেহ। হাইকোর্ট এই ঘটনার তদন্তভার তুলে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর হাতে। সেই ঘটনার তদন্ত নেমে গত কয়েকদিন আগে ভুপতিনগরের স্থানীয় মহিলাদের হাতে আক্রান্ত হন এনআইএ এর আধিকারিকরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্ছিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নজিরহীন ভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কে আক্রমণ করে বলেন, ভুপতিনগরে নাকি সামান্য চকলেট বোম ফেটেছে। আর সেই ঘটনায় এনআইএ নাকি অতি সক্রিয়তা দেখাচ্ছে। যে মন্তব্যের পরিপ্রেক্ষিতে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। এবার সেই ঘটনার তীব্র নিন্দা করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলী।

প্রসঙ্গতঃ, মঙ্গলবার এক নির্বাচনী সভায় উপস্থিত হয়ে প্রাক্তন বিচারপতি বলেন, ” একজন বলেছেন যে, সেটা নাকি চকলেট বোমা ফেটেছে, আমি তার নাম মুখেও আন্তে চাই না। কিন্তু শুধু একটা কথা দিই যে, এবারের লোকসভা নির্বাচনের পর আপনাকে ছুঁচো বাজি তাড়া করবে।” অনেকেই আবার বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভা থেকে কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করতে প্ররোচিত করছেন। যেটা একটি গণতান্ত্রিক দেশের মুখ্যমন্ত্রীর মুখে সভা পায় না। মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্য দেশের সার্বভৌমত্বকে বারবার প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করাচ্ছে।

Related posts

Leave a Comment