নিউবারাকপুর থানার বড় সাফল্য। লোকসভা নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র কার্তুজ ধারাল অস্ত্র সহ গ্রেফতার তিন জন দুষ্কৃতি । সোমবার গভীর রাতে পুলিশ টহল দেওয়ার সময় ডাকাতি উদ্দেশ্যে জড়ো হওয়া বেশ কয়েকজন দুষ্কৃতিদের মধ্যে তিনজন কে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র সহ গ্রেপ্তার করে।পুলিশ দেখেই ২ জন পালিয়ে যায়। দুষ্কৃতিদের বয়স ৩০-৩৫ এর মধ্যে।নির্বাচনের আগে দুষ্কৃতিদের গ্রেপ্তার এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউ ব্যারাকপুর থানার বড়সড় সাফল্য বলে মনে করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি।
এসিপি জানান তিন দুষ্কৃতির কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল, দুটি গুলি, রামদা, হাসুয়া, কুড়ুল সহ নগদ ১৫ হাজার ৩০০ টাকা।
গোপন সূত্রে খবর বড় সড় ডাকাতির উদ্দেশ্য ছক কষছিল এই দুষ্কৃতি দল। অভিযুক্তদের আদি বাড়ি বসিরহাটে বলে জানা যায়। দুষ্কৃতীরা হলেন সফিকুল গাজি(৩৫),সঞ্জীব চক্রবর্তী( ৩১) এবং প্রদীপ বিশ্বাস (৩০)। এই তিন দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় চুরি ছিনতাই এর মত একাধিক অভিযোগ রয়েছে বলে জানান পুলিশ। নির্বাচনের আগে নববারাকপুর থানার পুলিশের এই বিরাট সফলতায় খুশি এলাকাবাসীও।