29 C
Kolkata
April 15, 2025
রাজ্য

লোকসভার ভোটের সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম রক্ষা কবচ

নতুন দিল্লি, ২০ মার্চ: তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বান্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট। ফলে নির্বিঘ্নে লোকসভা ভোটের বৈতরণী পেরোতে পারবেন তিনি। বুধবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে আগামী ১০ জুলাই পর্যন্ত অভিষেককে ডাকতে পারবে না ইডি। কয়লা পাচার সংক্রান্ত মামলায় ডায়মন্ড হারবারের সাংসদকে এর আগে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

সেই মামলার রায়ে আজ সর্বোচ্চ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে হাজিরা দিতে বলা যাবে না। অভিষেকের আইনজীবী বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি একজন সাংসদ। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ফের প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। আগামী ১ জুন ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট। তাই তিনি আবেদন করেন, জুলাই মাস পর্যন্ত তাঁকে যেন বিব্রত না করে ইডি।

পাশাপাশি অভিষেকের আইনজীবী বলেন, এই তদন্তে অভিষেক এবং তাঁর স্ত্রী সম্পূর্ণ সহযোগিতা করছেন। সেজন্য আগামী ১০ জুলাই অবধি তাঁকে তলব করা যাবে না। তাছাড়া দীর্ঘ দুই বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রায় স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে প্রায় ছয় মাস তলব করা হয়নি। অতএব লোকসভা ভোটের মতো গুরুত্বপূর্ণ সময়ে তাঁকে তলব করা যাবে না। যেহেতু আবেদনকারী একজন সাংসদ এবং লোকসভা নির্বাচনের প্রার্থী।

Related posts

Leave a Comment