23 C
Kolkata
December 23, 2024
কলকাতা

লেদার কমপ্লেক্সের রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন

সংবাদ কলকাতা, ২৭ আগস্ট: রাতের শহরে ফের অগ্নিকাণ্ড কলকাতায়। ভয়াবহ অগ্নিকান্ড লেদার কমপ্লেক্সের রাসায়নিক কারখানার গোডাউনে। শনিবার রাতে লেদার কমপ্লেক্সের ৩ নম্বর গেটের সামনে একটি কেমিক্যাল গোডাউনে বিধ্বংসী এই আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৪টি ইঞ্জিন। তবে আগুনের লেলিহান শিখা দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে শুরু করে। ফলে আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। গোটা এলাকা ঘিরে রাখে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাত সাড়ে ১০টা নাগাদ বানতলায় লেদার কমপ্লেক্সের ৩ নম্বর গেটের সামনে একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন লাগে। কয়েক মিনিটের মধ্যেই দ্রুত আগুনের শিখা বাড়তে থাকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বানতলা থানার পুলিশ ও দমকলের ৪টি ইঞ্জিন।

যদিও লেদার কমপ্লেক্সের কেমিক্যাল গোডাউনের আশপাশে জনবসতি নেই। তবে কাগজের কারখানা-সহ বেশ কয়েকটি কারখানা রয়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণে না আনা গেলে আশপাশের কারখানাও ক্ষতিগ্রস্ত হবে।

Related posts

Leave a Comment