29 C
Kolkata
April 12, 2025
দেশ

লিভ ইন সম্পর্ককে মান্যতা দিল না এলাহাবাদ হাই কোর্ট

এলাহাবাদ: লিভ-ইন সম্পর্ককে মান্যতা দিল না এলাহাবাদ হাইকোর্ট। খারিজ হয়ে গেল দম্পতির সুরক্ষার আবেদন। এবিষয়ে এলাহাবাদ হাইকোর্ট সুপ্রিম কোর্টের অবস্থান তুলে ধরেছে। আদালত জানায়, এই বিয়ে আইনি বিয়ের সম্পূর্ণ পরিপন্থী। শীর্ষ আদালত এই বিয়েকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেনা।

প্রসঙ্গত সম্প্রতি লিভ ইন সম্পর্কে থাকা এক হিন্দু যুবতী ও এক মুসলিম যুবক নিরাপত্তার দাবি জানিয়ে কোর্টের দ্বারস্থ হন। তাঁরা পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগও জানান। সেই মামলা বিচারপতি সঙ্গীতা চন্দ্র ও বিচারপতি নরেন্দ্র কুমার জোহরির ডিভিশন বেঞ্চে ওঠে।

জানা গিয়েছে, ওই তরুণীর পরিবার এই সম্পর্ক নিয়ে আপত্তি জানান। তাঁরা পুলিশের দ্বারস্থ হন। এরপর পুলিশ বিষয়টি নিয়ে পদক্ষেপ করে। তখন ওই দম্পতি নিরাপত্তার দাবি জানিয়ে এলাহাবাদ আদালতের দ্বারস্থ হন। দম্পতি দাবি করেন, তাঁদের সম্পর্কে হস্তক্ষেপ করার অধিকার কারও নেই। কিন্তু সংশ্লিষ্ট ডিভিশন বেঞ্চ সেই আবেদন না নাকচ করে দেন।

Related posts

Leave a Comment