29 C
Kolkata
August 3, 2025
রাজ্য

লিঙ্গ পরিবর্তন করছেন বুদ্ধদেব ভট্টাচার্যের কন্যা সুচেতনা

সংবাদ কলকাতা, ২১ জুন: নিজের লিঙ্গ পরিবর্তন করতে চলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কন্যা সুচেতনা ভট্টাচার্য। একজন ট্রান্সম্যান হিসেবে সামাজিক হেনস্থা বন্ধ করতেই এই পদক্ষেপ বলে তিনি জানিয়েছেন। এব্যাপারে তাঁর বাবা বুদ্ধদেব ভট্টাচার্যের সম্পূর্ণ সমর্থন রয়েছে বলে তিনি জানান। সম্প্রতি তিনি এজন্য বিশেষজ্ঞদের পরামর্শ নিতে শুরু করেছেন। আইনি পরামর্শ ও মনোবিদের ছাড়পত্রও নিচ্ছেন তিনি। এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে গোটা বাংলা জুড়ে। নেটপাড়ায় শুরু হয়েছে নানান গুঞ্জন।

শুধু তাই নয়, এলজিবিটিকিউ আন্দোলনের অঙ্গ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন সুচেতনা। লিঙ্গ পরিবর্তনের পর নিজের পরিবর্তিত নাম কী হবে সেটাও তিনি ঠিক করে ফেলেছেন। বুদ্ধ কন্যা জানিয়েছেন, ‘সুচেতনা’ থেকে তাঁর পরিবর্তিত নাম হবে ‘সুচেতন’। জানা গিয়েছে, তাঁর একজন মেয়ে বান্ধবী রয়েছেন। যাঁর নাম সুচন্দা। ইতিমধ্যে তাঁর বান্ধবীর সঙ্গে জীবনের নতুন পথচলা শুরু করে দিয়েছেন।

৪১ বছর বয়সী সুচেতনা বলেন, তিনি প্রাপ্ত বয়স্ক। তাঁর এই সিদ্ধান্তের জন্য পারিবারিক পরিচয়, কিম্বা বাবা-মাকে টানার কোনও প্রয়োজন পড়ে না। প্রেসিডেন্সির এই প্রাক্তনী আরও বলেন, তিনি মানসিকভাবে নিজেকে পুরুষ মনে করেন। তাই তো তিনি পুরুষই। সেজন্য তিনি শারীরিকভাবেও একজন পুরুষ হতে চান। এই সংবাদমাধ্যমের কাছে তাঁর বক্তব্য, ‘আমরা সমাজের মূল ধারারই মানুষ। অনুগ্রহ করে আমাদের আলাদা চোখে দেখবেন না।’ তাঁর এই সাহসী পদক্ষেপকে সমর্থন করেছেন প্রফেসর ড. মানবী বন্দ্যোপাধ্যায়, বাচিকশিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় , সমাজকর্মী রঞ্জিতা সিনহা, দেবাংশু ভট্টাচার্য, মদন মিত্র সহ আরও অনেকে।

প্রসঙ্গত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) দলের দীর্ঘদিনের পলিটব্যুরোর সদস্য ছিলেন। তাঁর কন্যা সুচেতনাও প্রেসিডেন্সির প্রাক্তন এসএফআই সংগঠক। তিনি পরিবেশকর্মী, সমাজকর্মী হিসেবেও পরিচিত। বর্তমানে সুচেতনার বাবা বুদ্ধদেব ভট্টাচার্য শয্যাশায়ী। সুচেতনা একটি কর্পোরেট সংস্থায় কর্মরত। জন্ম সূত্রে তিনি মেয়ে হলেও ছোটো থেকেই তাঁর শারীরিক গঠনে কিছু বিশেষত্ব রয়েছে। যাঁর জন্য তাঁকে আচমকা দেখলে একজন পুরুষ বলেই মনে হয়। তিনি সাধারণত একজন পুরুষের মতোই পোশাক পরিচ্ছদও পরেন। তাঁর হাবভাবও ছেলেদের মতোই। একথা সুচেতনা নিজেই জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।

সম্প্রতি পিপলস রিলিফ কমিটির আয়োজিত এলজিবিটিকিউআইএ+(LGBTQIA+) মানুষদের স্বাস্থ্য সংক্রান্ত কর্মশালায় অংশ নেন বুদ্ধ কন্যা। সেখানে নিজের এই ব্যক্তিগত সিদ্ধান্তের কথা তুলে ধরেন। তাঁর এই ব্যক্তিগত সিদ্ধান্তের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন সুপ্রভা রায়। তিনি লেখেন, ‘এবার সে বৃহত্তর পরিপ্রেক্ষিতে তৃতীয় লিঙ্গের ও প্রান্তিক যৌনতার মানুষদের সংগ্রামে অবতীর্ণ করতে চায় নিজেকে। আর সেদিনের পর থেকে নিজের ভিতর আটকে থাকা সুচেতন এখন অনেক বেশি স্বতঃস্ফূর্ত হয়ে উঠেছে। এলজিবিটিকিউআইএ+ কমিউনিটির মানুষদের জীবন যন্ত্রণা ও লড়াই সংগ্রামের সাথে মিশতে চলেছে সুচেতন’।

Related posts

Leave a Comment