আমেরিকার সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেলের বাইরে টেসলার বৈদ্যুতিক গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে বিস্ফোরণ ঘটে বুধবার সকাল ৮টা নাগাদ। লাস ভেগাসে এই ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আর ৭ জন। বিস্ফোরণে মৃত্যু হয়েছে টেসলার ওই বৈদ্যুতিন গাড়ির চালকের।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মার্কিন পুলিশকর্তাদের প্রাথমিক অনুমান, এই ঘটনা নাশকতা নয়। যদিও নিউ অরল্যান্সের হামলার পরদিন বিস্ফোরণ ঘটায় সতর্ক রয়েছে লাস ভেগাস পুলিশ। এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু হয়েছে।
previous post