সংবাদ কলকাতা, ১ সেপ্টেম্বর: ‘পুলিশ দিবস’ উপলক্ষে আজ শুক্রবার দুপুর ২ টোর সময় লালবাজারে Flag of করলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের Joint CP Crime শঙ্খশুভ্র চক্রবর্তী। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, Police Day আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ দিন। Police Day হিসেবে আমরা দিনটিকে পালন করছি। প্রত্যেকটা পুলিশম্যানের জন্য আমরা খুবই গর্ব বোধ করি।
এই অনুষ্ঠানের পর সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাগিং-এর তদন্ত কোন দিকে? জবাবে তিনি বলেন, তদন্ত খুব ভালোভাবে এগোচ্ছে। এটাতে আমাদের হোমিসাইড লোকাল পুলিশ স্টেশন যুক্ত আছে। যাঁরা যুক্ত ছিলেন, অনেকেই গ্রেপ্তার হয়েছেন। এভিডেন্স কালেক্ট করা হচ্ছে। মনে হচ্ছে, আমরা খুব তাড়াতাড়ি Investigation-কে Continue করে আমরা এটাকে শেষ দিকে নিয়ে যেতে পারব।
তাঁকে প্রশ্ন করা হয়, যাদবপুর কাণ্ডে আরও কেউ কি অ্যারেস্ট হতে পারেন? জবাবে তিনি বলেন, Investigation Process চলছে। আমরা তদন্ত করে দেখছি। সম্পূর্ণটাই তদন্ত করা হবে। এই মুহূর্তে কিছু বলা যাবে না। আরও কেউ যুক্ত থাকলে গ্রেফতার হবেই।
তাঁকে আরও প্রশ্ন করা হয়, বিভিন্ন জায়গা থেকে Ragging-এর অভিযোগ আসছে। তাই আপনারা কি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের কারও সাথে বৈঠকে বসবেন? তিনি বলেন, এখনও সেরকম কিছু সিদ্ধান্ত হয়নি। তবে আমাদের হেল্পলাইন নম্বর চালু রয়েছে। কেউ অভিযোগ জানালে জানাতে পারেন।
জুনিয়র ডাক্তাররাও ragging-এর শিকার। বাঘাযতীনের ঘটনা। এপ্রসঙ্গে তিনি বলেন, এই ধরনের অভিযোগ আসলে, আমরা নিশ্চয়ই তদন্ত করব।
previous post