19 C
Kolkata
December 26, 2024
বিদেশ

লাতিন আমেরিকায় চীনা গোয়েন্দা বেলুন, বেজিং সফর বাতিল করলেন মার্কিন সচিব

ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রে আগেই দেখা মিলেছিল একটি চীনা ‘গোয়েন্দা বেলুন’-এর। এই রহস্যজনক বেলুনটিকে আমেরিকার মন্টানা এয়ারবেসের আকাশে উড়তে দেখা গিয়েছিল। এবার লাতিন আমেরিকায় খোঁজ মিলল আরও একটি চীনা স্পাই বেলুন-এর। গতকাল ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় এই বেলুনটি দেখা যায় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন।

যদিও চীন দাবি করেছে এটি কোনও নজরদারি বেলুন নয়, জলবায়ু ও আবহাওয়া গবেষণার কাজে নিয়োজিত একটি এয়ারশিপ। চীনের এই দাবি মানতে রাজি নন পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রেইডার। তিনি বলেন, ‘আমরা খবর পেয়েছি, বর্তমানে একটি বেলুন লাতিন আমেরিকার আকাশ অতিক্রম করছে। আমাদের মূল্যায়ন হল, এটিও চীনের আরেকটি নজরদারি বেলুন।’

এদিকে এখনও স্পষ্ট নয় লাতিন আমেরিকার কোন নির্দিষ্ট অংশে এটির খোঁজ মিলেছে। এই ঘটনার জেরে মার্কিন সচিব অ্যান্থনি ব্লিঙ্কেন নিজের বেজিং সফর বাতিল করেছেন বলে জানা গিয়েছে। যুক্তরাষ্ট্রের আকাশে চীনা ‘গোয়েন্দা বেলুন’-এর প্রবেশ নিয়ে আন্তর্জাতিকস্তরে ব্যাপক চাপানউতোর শুরু হয়েছে। তীব্র উত্তেজনার মধ্যে তিনি তাঁর সফর বাতিল করেছেন বলে একাধিক মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

চীনের বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যে বস্তুটিকে নজরদারি বেলুন বলে সন্দেহ প্রকাশ করেছে, সেটি আসলে একটি ‘এয়ারশিপ’। যা মূলত আবহওয়া ও জলবায়ু বিষয়ক তথ্য সংগ্রহের জন্য গবেষণার কাজে ব্যবহৃত হয়। এই ধরণের ‘এয়ারশিপ’-এর স্টিয়ারিং বা বাঁক বদলের ক্ষমতা সীমিত। যার ফলে প্রবল বাতাসের কারণে মূল গতিপথ থেকে বিচ্যুত হয়ে যায়। এবং চীনের আকাশপথ অতিক্রম করে মার্কিন আকাশ সীমায় প্রবেশ করে। যা আমাদের সম্পূর্ণ অনিচ্ছাকৃত। এজন্য আমরা খুবই দুঃখিত।

Related posts

Leave a Comment