নতুন দিল্লি: অরুণাচলের তাওয়াং এলাকায় চীনা হামলা নিয়ে আজ সংসদ চত্বরে হুঙ্কার ছাড়েন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত সাহ। তিনি বলেন, কেন্দ্রে বিজেপি সরকার থাকাকালীন ভারতের এক ইঞ্চি জমি কেউ দখল করতে পারবে না। এই সরকার চীনের লাল চোখ সহ্য করবে না কখনও।
প্রসঙ্গত এদিন চীনা হামলা নিয়ে সংসদ চত্বর উত্তাল হওয়ার সম্ভাবনা ছিল। তারই মধ্যে আজ সংসদে এই বিষয় নিয়ে বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, গত ৯ ডিসেম্বর হঠাৎ চিনা সেনা তাওয়াং-এ ভারতীয় সেনাকে আক্রমণ করে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভারতীয় সেনারা চিনাদের যোগ্য জবাব দিয়েছে। যদিও উভয় পক্ষের কিছু সেনা আহত হয়েছেন।
এরপরই অমিত শাহ কংগ্রেসী রাজনীতিকে সরাসরি বিদ্ধ করে বলেন, কংগ্রেসের উদারপন্থী রাজনীতির জন্য ভারতের কয়েক হাজার বর্গ কিমি এলাকা বিদেশিদের দখলে চলে গিয়েছে। জওহরলাল নেহেরু নিতান্তই ব্যক্তিগত সম্পর্ক ভালো রাখার জন্য চীনকে মদত দিয়েছেন। রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্যপদ চীনকে দান করেছেন। যার ফলস্বরূপ আজকের এই পরিণতি ভুগতে হচ্ছে ভারতকে।
এরপরই পাল্টা মন্তব্য করেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, ‘প্রতিরক্ষা মন্ত্রী সংসদে শুধু নিজের বক্তব্য রেখেছেন। এব্যাপারে কারও সঙ্গে আলোচনা করেননি। কংগ্রেসের ট্রাস্ট সংক্রান্ত বক্তব্য একেবারে ভিত্তিহীন। কংগ্রেসের কোনও কাজ যদি চীনকে শক্তিশালী করে থাকে, তবে আমাদের ফাঁসিতে ঝোলান।’
previous post