18 C
Kolkata
December 24, 2024
দেশ

লখিমপুরে গণধর্ষণ ও খুনের ঘটনায় দুই দোষীর যাবজ্জীবন, সাজা নাবালকেরও

লখনউ: উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে দুই দলিত বোনকে গণধর্ষণ ও খুনের মামলায় সাজা ঘোষণা করল আদালত। সোমবার এই ঘটনায় দুই দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ৪৬ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রাহুল সিং পকসো আইনে এই সাজা ঘোষণা করেছেন। ছাড় দেওয়া হয়নি আরও দুই নাবালক দোষীকে। তাদেরকে ছয় বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে।

প্রসঙ্গত গত বছর সেপ্টেম্বর মাসে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় আখখেত থেকে দুই দলিত নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় প্রথমে মোট ছ’জনকে গ্রেপ্তার করে পুলিস। গত শুক্রবার এই মামলায় আদালত চারজনকে দোষী সাব্যস্ত করে।

Related posts

Leave a Comment