লন্ডন: ভারতবর্ষে সারাবছরই নানা শাকসবজি ও ফলের চাষ হয়। এদের মধ্যে অন্যতম আনারস। এটি খুবই সুস্বাদু একটি ফল। বাজারে বেশ চাহিদা রয়েছে এই ফলটির। বাজার মূল্য সবচেয়ে বেশি হলেও ২০০ টাকা প্রতি পিস।
তবে বিশ্বে এমন আনারসও আছে, যার দাম শুনলে চমকে যাবেন। যার একটির বাজারমূল্য ১ হাজার পাউন্ড। যা ভারতীয় মুদ্রায় ১ লক্ষ টাকার উপরে। এই বিশেষ আনারসের নাম ‘হেলিগান’। ইংল্যান্ডের কর্নওয়ালে যে বাগানে চাষ করা হয়, সেই বাগানের নামেই এর নামকরণ করা হয়েছে। এটি চাষ করতে নাকি খরচ করতে হয় লক্ষাধিক টাকা।
জানা গিয়েছে, হেলিগান জাতের আনারস ১৮১৯ সালে যুক্তরাজ্যে আনা হয়েছিল। এই আনারস ফলাতে দুই থেকে তিন বছর পর্যন্ত সময় লাগে। প্রায় ২০০ বছরের পুরনো পদ্ধতিতে চাষ করা হয় এই বিশেষ প্রজাতির আনারস। কাঠের পাত্রে সার দিয়ে তাতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এর চাষ করা হয়। সার হিসাবে দেওয়া হয় ঘোড়ার মল।