শ্রী দিলীপ কুমার কীর্তনীয়া
এ কেমন রাজ্য বলো,
রাজার হুকুম কড়া!
বজ্র আঁটুনি ফস্কা গেঁরো,
আইন লাগাম ছাড়া!!
যাদব পুরে’র জন্তুরা সব
সাচ্চা মুখোস ধারি!
খাচ্ছে দাচ্ছে নবাব জাদা,
ত্রাঁস!! হাল্কা মুখে দাড়ি!
ভয় নেই তো! আমরা আছি,
প্রাক্তণী,ছাত্র- সিনিয়র!
উতরে দেবো জীবন তরী–
যতো আছো জুনিয়র !!
চুলকে মাথা দীক্ষা রুটিন-
চট্ জলদি শোনা!
উঁহুঁ,-কথার পিঠে কথা নয়,
আর,ফাই ফরমাস মানা!!
আ-হা-হা! র্্যাগিং কেন?
তোমরা দেশের ভাই!!
কেবল- একটু- উ
ন্যাংটো করে চীৎ সাঁতারে,
উল্লাশে কান ফাটাই!!
কিংবা ধরো, মদ আনো,
গাঁজা, সিগারেট,
বিড়ি কিংবা বিয়ার!
না শুনলে, গরম বাল্বে চুমু!
বাধ্য তুমি ডিয়ার!!
এইতো সবে ইন্ট্রো শুরু–
মাইথোলজী আইডিওলজি
ও আছে!
রাত গভীরে’র সাথে সাথে
পর্ণ, অশ্লীল, আর যতো
সব’ই বাজে!!
মরদ? নাকি-, ট্রানস্জেন্ডার?
দেখাও দেখি বাবা!
বুকের ভেতর হিম রক্ত,
তবুও হাবা গোবা!!
দিদি কিংবা বোনের
শরীর বিশ্লেষণ-
কোথায় ক’বার দেখা?
ঘুরে মাথা যায়’নি কি তোর?
খাস নি ভ্যাবাচ্যাকা?
প্রেমিক থাকলে খুঁটিয়ে সব
কোথায় ক’টা তিল?
কোন অঙ্গটা প্রিয় অতি-?
স্বপ্নতে কিলবিল?
মৈথুনেতে পারদর্শী?
দেখি কেমন তুই?
এগিয়ে এসে ‘জাগিয়ে’ দেখা,
পারলে চল না, শুই!!
কান্নাকাটি, লজ্জা টজ্জা
জোড় হাত?
লাভ হবে না কিচ্ছু!
যমের দুয়ার এরাই দেখায়
চাঁক বাধা সব বিচ্ছু!?
অবারিত গেট চত্ত্বর, কন্ডোম
প্যাকেট, গর্ভ নিরোধক পিল
মুক্তমনা, বহিরাগত,
অবাধ, স্বেচ্ছাচারী!!
এলোকেশী, ড্রাগ
এটা সেই যাদবপুর? না-
প্রস্টিটিউশান?
বলুন অহঙ্কারী!!
বেশ ভালো প্রশ্ন করেন যে?
উত্তর তার একটি জানা
বিড়ালের গলায় ঘন্টা
বাঁধবে কে?
কিসের শিক্ষা?
কে দিয়েছে?
জীবন নিয়ে খেলা?
দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে
ভাসাক নতুন ভেলা!!
previous post