স্বপ্নদ্বীপদে’র সৌজন্যে!
শ্রী দিলীপ কুমার কীর্তনীয়া
স্বপ্নদ্বীপদের স্বপ্ন হারায়,
মাঝপথেতে কাঁদে!
তোমার আমার ঘরের ছেলে
পড়ছে এমন ফাঁদে!!
চুরমার সব স্বপ্ন দেওয়াল
নির্যাতনের শিকার!
কে বা কারা দায়ী এতে?
‘শিক্ষা’ যেথায় অঙ্গীকার!!
রথের চাকা উল্টো ঘুরুক,
সামনে এগোও শুধু!
নইলে শুধুই হাঁ হুঁতাশ-!-
আর জীবনটা যে ধূ ধূ!
মানবিকতা’র মরণ যেথায়,
এ কেমনতর শিক্ষা?
এরপরেও গর্ব করে বলছো
“র্যাগিং” আসল দীক্ষা?
জীবন শিক্ষার মাঝখানেতে
মৃত্যু যেখানে কাঁদে!
এমন শিক্ষা যাকনা চুলোয়,
অপশিক্ষার ফাঁদে!!