প্রিয়াশ্রী খাঙ্গার: সিংঘম ফ্র্যাঞ্চাইজির ছবিতে লেডি কপের ভূমিকায় নতুন সংযোজন এবার দীপিকা পাড়ুকোন। এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে বি-টাউনে। ‘সিংঘমে এগেইন’-এ অজয় দেবগণের সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন দীপিকা। যদিও অজয়ের বিপরীত চরিত্রেই দেখা যাবে রণবীর ঘরণীকে। এমনটাই জানিয়েছেন ছবির পরিচালক রোহিত। 
এই ছবি সম্পর্কে রোহিত শেট্টি বলেন, ‘অনেকেই আমায় প্রশ্ন করতেন, সিংঘম ফ্র্যাঞ্চাইজিতে কোনও নারী পুলিশ অফিসারকে দেখা যাবে কিনা। আজ আমি জানাচ্ছি, আমার সঙ্গে সিংঘম ফ্র্যাঞ্চাইজিতে কাজ করতে রাজি হয়েছেন দীপিকা পাড়ুকোন। ‘সিংঘম এগেন’-এ আমরা একসঙ্গে কাজ করব। 
উল্লেখ্য, ২০১৩ সালে রোহিতের পরিচালনায় ‘চেন্নাই এক্সপ্রেস’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেন দীপিকা। এরপর রণবীর অভিনীত ‘সার্কাস’-এ ক্যামিও রোলে দেখা যাবে তাঁকে। গত বৃহস্পতিবার সিনেমার ‘কারেন্ট লাগা রে’ গানটি মুক্তি পেয়েছে। এবার রোহিতের ‘সিংঘম’ ফ্র্যাঞ্চাইজির অংশ হলেন দীপিকা। সূত্রের খবর, অজয়ের ‘ভোলা’র শুটিং শেষ হলে ২০২৩ সালেই শুরু হবে ‘সিংঘম এগেইন’-এর কাজ।
							next post
						
						
					
