রোম: গত রবিবার সন্ধ্যায় ইতালির রোমে একটি পানশালায় অকস্মাৎ হামলা চালায় এক বন্দুকবাজ। তার আগ্নেয়াস্ত্রের গুলিতে মৃত্যু হয়েছে তিন জনের। মৃতদের মধ্যে রয়েছেন ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেট্টা গোলিসানো। পুলিশ ওই আততায়ীকে গ্রেপ্তার করেছে। তার বয়স প্রায় ৫৭ বছর।
জানা গিয়েছে, এদিন অ্যাপার্টমেন্ট ব্লকের ওই পানশালায় সান্ধ্যকালীন আড্ডায় সবাই মশগুল ছিলেন। বেশ জমে উঠেছিল সেই আড্ডা। ওই পানশালায় সন্ধ্যায় ভিড় জমান শহরের বিশিষ্টরা। যদিও সেখানে স্থানীয় বাসিন্দাদের সংখ্যায় বেশি। এদিন সন্ধ্যায় চলছিল সেই রকম এক আড্ডা। আচমকাই ঘটল বিপদ। বন্দুক হাতে নিয়ে ভিতরে এলো এক ব্যক্তি। আর তারপরেই শুরু হল এলোপাথাড়ি গুলি। গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়লেন অনেকে। লুটিয়ে পড়েন প্রধানমন্ত্রীর প্রিয় বান্ধবীও। এদিন টুইটে প্রধানমন্ত্রী জর্জিয়া প্রিয় বান্ধবীর মৃত্যুতে শোকপ্রকাশ করেন।
উল্লেখ্য, অভিযুক্ত ওই ব্যক্তির সঙ্গে অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের দ্বন্দ্ব লেগেই থাকত। সেই ব্যক্তিগত আক্রোশ থেকেই বদলা নেওয়ার পরিকল্পনা করে বলে পুলিসের প্রাথমিক অনুমান। তবে এই প্রতিহিংসার পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তা এখনও জানা যায়নি।
previous post