37 C
Kolkata
April 5, 2025
দেশ

রেস্তরাঁর মধ্যে কর্মীর ছুরির কোপে পড়ল ৩ যুবক

জন্মদিন পালন করতে দিল্লিতে শপিং মলের এক রেস্তরাঁয় গিয়েছিলেন যতীন নামের এক যুবক। তাঁর সঙ্গে ছিল দুই বন্ধু। তাদের নাম বর্ধন ও প্রসান। জানা গিয়েছে, ওই রেস্তরার মধ্যে যতীন এক কর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝিতে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। তারপর বাকবিতণ্ডার মধ্যেই রেস্তোরার সেই কর্মী আচমকাই ছুরি দিয়ে কোপাতে থাকে যতীনকে। এবং সেই সময় তাঁর বন্ধুরা তাঁকে বাঁচাতে গিয়ে তাদের উপরও সেই ছুরির আঘাত পড়ে। ঘটনাটি ঘটেছে গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার রাতে দিল্লির পীতমপুরাতে। যতীনের ছুরির কোপে গুরুতর জখম হয়ে মৃত্যু হয়।হাসপাতালে চিকিৎসাধীন তাঁর দুই বন্ধু বর্ধন ও প্রশান। পুলিস তদন্তে নেমে ওই রেস্তরাঁর মালিক সহ ছয় কর্মীকে আটক করেছে।

Related posts

Leave a Comment