সংবাদ কলকাতা, ২৩ নভেম্বর: এবার থেকে রেশন পেতে আঙুলের ছাপ বাধ্যতামূলক নয়। সাফ জানিয়ে দিল কেন্দ্র সরকার। ই-পস মেশিনে আধার নম্বর টাইপ করে পাওয়া যাবে রেশন। কিন্তু এই ব্যবস্থা স্থায়ী নয়। ইন্টারনেটের অভাব বা ইন্টারনেট ব্যবস্থা ব্যাহত হলেই মিলবে এই পরিষেবা। সরকার চায় না কোনও ব্যক্তি রেশন পাওয়া থেকে বঞ্চিত হোক। কারণ, অনেক সময় ইন্টারনেটের সমস্যা বা বায়োমেট্রিক সমস্যার কারণে রেশন পেতে সমস্যা হয় গ্রাহকদের। এই সমস্যা থেকে মুক্তি দিতেই এই পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্র সরকার।