18 C
Kolkata
December 24, 2024
জেলা

রেশন দুর্নীতি মামলায় আটা প্যাকেজিং সংস্থার অফিসে হানা ইডি আধিকারিকদের

সংবাদ কলকাতা, ৪ নভেম্বর: রেশন দুর্নীতি মামলায় কলকাতা সহ জেলায় আজ সকাল থেকেই তৎপর ইডি আধিকারিকরা। কলকাতার এজিসি বোস রোডে আটা প্যাকেজিং সংস্থার দফতর সহ একাধিক জায়গায় শনিবার সকাল ৮ টা থেকে চলছে তল্লাশি শুরু করেছে ইডি। রেশন দুর্নীতিতে মূলত আটা কল মালিকদের ভূমিকা কি ছিল এবং বাকিবুরের সঙ্গে তাদের কতটা ঘনিষ্ঠতা ছিল তা জানতে চাইছেন ইডি আধিকারিকরা। কলকাতার এজিসি বোস রোডে Ankit India Limited নাম এক আটা প্যাকেজিং সংস্থার অফিসে ইডি আধিকারিকরা হানা দিয়েছেন সেই সংস্থার। ব্যবসায়ী অঙ্কিতার নামে খোলা এই আটা প্যাকেজিং সংস্থা। শুধু কলকাতার এজিসি বোস রোড নয় আরো বিভিন্ন জায়গায় তার সংস্থা রয়েছে। অফিসে ঢুকে ইডি আধিকারিকরা কাগজপত্র পর্যবেক্ষণ করছেন।

Related posts

Leave a Comment