রেজিনগর, ২৮ এপ্রিল: মুর্শিদাবাদে গভীর রাতে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী বাস। একটি লরির সঙ্গে সংঘর্ষের জেরে জখম হয়েছেন ৯ জন। গতকাল গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে রেজিনগরের গোবিন্দ মোড়ে। আহতদের একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে বাসটি কলকাতা থেকে মালদহে যাওয়ার পথে রেজিনগরে একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। লরিটি বহরমপুর থেকে আসছিল। সেই সময় মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা উদ্ধার কাজে এগিয়ে আসেন। খবর দেওয়া হয় রেজিনগর থানায়। পুলিশ এসে জখমদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। জখমদের মধ্যে বাসের চালকও রয়েছেন। তাঁরা সকলেই এখন বেলডাঙা হাসপাতালে চিকিৎসাধীন। খুবই আশঙ্কাজনক অবস্থায় একজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে।
next post