21 C
Kolkata
December 25, 2024
রাজ্য

রুজিরাকে জেরা চলছে ইডি দপ্তরে

সংবাদ কলকাতা, ৮ জুন: আজ বৃহস্পতিবার কয়লা পাচার মামলায় অভিষেক পত্নী রুজির বন্দ্যোপাধ্যায়কে জেরা শুরু করল সিবিআই। তাঁকে জেরা করতে নয়াদিল্লি থেকে এসেছেন তিনজন দুঁদে ইডি অফিসার। তাঁদের মধ্যে আছেন ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার পঙ্কজ কুমার। এছাড়া রয়েছেন নয়াদিল্লির ইডি অ্যাডিশনাল ডিরেক্টর পদমর্যাদার দু’ই জন আধিকারিক।

গত সোমবার দুবাই যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে আটকানো হয় তাঁকে। সেদিন অভিবাসন দপ্তরের আধিকারিকরা তাঁকে জানান, তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি থাকায় তিনি বিদেশ যেতে পারবেন না। এরপর সেখানেই তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরার নোটিস ধরায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই নোটিসে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় হাজির হতে বলা হয়। কিন্তু তিনি নির্দিষ্ট সময়ের দেড় ঘণ্টা পরে অর্থাৎ সাড়ে বারোটায় ইডি দপ্তরে পৌঁছান।

এখন তাঁকে কয়লা পাচার মামলায় টানা জেরা করা হচ্ছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ইডি দপ্তর। রয়েছে কড়া পুলিশি প্রহরা। এদিকে অভিষেক পত্নীকে বিমানবন্দরে আটকানো এবং তাঁর দুবাই যাত্রাতে বাধা দেওয়া নিয়ে সুর চড়ান রুজিরার পিসি শ্বাশুড়ি মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী দাবি করেন, ‘সুপ্রিম কোর্টের অনুমতি দেওয়া ছিল। যদি ও কখনও বাইরে যায়, তবে ইডিকে জানাবে। সেই অনুযায়ী ও ইডিকে জানিয়েছে। তখন ইডি বলতে পারত যাওয়া যাবে না। কিন্তু বিমানবন্দরে গিয়ে নোটিশ ধরানো হল এবং ৮ তারিখে তলব করা হয়েছে। সম্পূর্ণ অমানবিক জিনিস চলছে।’

Related posts

Leave a Comment