সংবাদ কলকাতা: শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে জেগে উঠল যুবক। এমনকি পরিবারের লোকজনরা জানান, যুবক জল পান করেছে।তারপর কি হলো?
জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার ভাতার গ্রামে এক অদ্ভুত শিহরণ জাগানো ঘটনা ঘটল। সোমবার এক যুবক ছোটন সরদার। তাঁর বুকের ব্যথা ওঠে। পরিবারের লোকজন তাকে তড়িঘড়ি নিয়ে যায় ভাতার ব্লক হাসপাতালে। চিকিৎসকরা চিকিৎসা করার পর তাকে ছেড়ে দেয়। বলেন যে সকাল দশটার পর এনে ইসিজি করতে হবে হসপিটালে। বাড়ি আনার পথে বাজারের কামারপাড়া মোড়ের কাছে ওই যুবকের পরিবারের লোকজনদের মনে হয় ছোটন সর্দার মারা গেছেন।
তারা আবারও ভাতার ব্লক হসপিটাল নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক ছোটন সর্দারকে মৃত বলে জানান । তাঁর দেহকে নিয়ে আসা হয় বাড়িতে। শুরু হয় তার শেষ কীর্তি সম্পন্ন করার সমস্ত প্রস্তুতি। এমন সময় পরিবারের লোকজনরা জানান যে, ছোটন সর্দার বেঁচে আছে। এমনকি তার মুখে জল দিলে জল পান করে করেন বলে জানান পরিবারের লোকজন।
ফের তাকে নিয়ে যাওয়া হয় ভাতার ব্লক হসপিটালে কিন্তু চিকিৎসকরা তাকে পুনরায় মৃত বলে ঘোষণা করে। পরিবারের লোকজন চিকিৎসার গাফলতির অভিযোগ তুলেন। খবর পেয়ে ভাতার ব্লক হসপিটালে যান ভাতার থানার পুলিশ। তবে এই বিষয়ে ভাতার থানায় কোনও অভিযোগ হয়নি। সমগ্র ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
previous post