25 C
Kolkata
November 2, 2025
কলকাতা

রায়মঙ্গলে দৈত্যাকৃতির শঙ্কর মাছ ধরা পড়ল মৎস্যজীবীর জালে

বসিরহাট: রায়মঙ্গল নদীতে উদ্ধার হল এক কুইন্টাল ওজনের শঙ্কর মাছ। এদিন বিশাল আকার এই শঙ্কর মাছ নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কৌতূহলে মাছ দেখতে ভিড় জমান অনেকে। শনিবার ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জ ব্লকের স্বরূপকাঠি এলাকায়। বিশাল আকার এই ‘স্টিং রে’ বা চাকুল মাছ বাঁকড়া মৎস্য আড়তে নিয়ে যাওয়া হয়। সেটিকে দড়ি বেঁধে ভ্যানে তুলতে পাঁচজন লোকের সহযোগিতা লাগে। আড়তে নিয়ে মাপার পর জানা যায়, মাছটির ওজন এক কুইন্টাল পাঁচ কেজি। মাছটির দৈর্ঘ্য ৫ ফুট ও প্রস্থ চার ফুট।

এই মাছের প্রতি কেজির বাজার দাম এখন প্রায় ৪০০ টাকা। স্থানীয় মৎস্যজীবী দেবাশীষ মল্লিক রায়মঙ্গলে মাছ ধরতে গেলে তাঁর জালে সেটি ধরা পড়ে। তিনি বলেন, এতদিন ধরে মাছ ধরছি কিন্তু এতবড়ো মাছ কোনও দিন ধরা পড়েনি। এই মাছ বিক্রি করে একবারে বেশ কিছু টাকা পেয়েছি। এতে আমি বিশেষভাবে উপকৃত হলাম। বহুদিন ধরে টাকার অভাবে নৌকাটি সারাই করতে পারছিলাম না। এবার নৌকাটি সারাই করতে পারব। স্থানীয় মৎস্যজীবীদের ধারণা, এতবড়ো আকারের মাছ সাধারণত দেখা যায় না। কারণ এটি বিলুপ্ত হতে চলেছে।

Related posts

Leave a Comment