প্রিয়াঙ্কা গান্ধী দাদা রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দেবেন। তিনি আজ উত্তরপ্রদেশের মেরেদাবাদে রাহুলের পাশে ছিলেন। ,এমনকি সে উত্তরপ্রদেশের ন্যায় যাত্রার পরবর্তী পর্বেও হাজির থাকবেন। ২৫ ফেব্রুয়ারি আগ্রায় রাহুলের যাত্রায় যোগ দেবেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। উল্লেখ্য, মোরাদাবাদে সকালে যাত্রা শুরু হবে। এরপর আলিগড়, হাতরাস, আমরোহা, সম্বল, বুলন্দশহর, আগ্রা হয়ে ফতেপুর সিক্রিতে উত্তরপ্রদেশের পর্ব শেষ হবে। উত্তরপ্রদেশের এই পুরো পর্বেই রাহুলের পাশে থাকবেন প্রিয়াঙ্কা। এরপর আবার ২ মার্চ রাজস্থানের ঢোলপুর থেকে ফের যাত্রা শুরু হবে। এর ভিতরে ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে । এবং তানিয়ে বিজেপির তরফ থেকে প্রচার শুরু হয়েছিল যে, ভাই-বোনের মতানৈক্যের কারণেই যাত্রায় দেখা যাচ্ছে না প্রিয়াঙ্কাকে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এদিন,এক্স হ্যান্ডেলে ইজরায়েলি আগ্রাসনের কড়া নিন্দা করেছেন।
previous post
next post