সুরাট, ২৪ মার্চ: সুরাট আদালতে জোর ধাক্কা খেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতা আর গান্ধী পরিবারের সদস্য হলেই যে যেমন খুশি মন্তব্য করা যায় না, যাকে খুশি অসম্মান করা যায় না, গতকাল তা বুঝিয়ে দিল ভারতীয় সংবিধান। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের প্রচারে ‘মোদী’ পদবি নিয়ে অসম্মানজনক মন্তব্যের জেরে দোষী সাব্যস্ত হলেন রাহুল। তাঁর বিরুদ্ধে দুই বছরের জেলের সাজা ঘোষণা করেছে সুরাট আদালত।
আর এই কারণেই ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, তাঁর সাংসদ পদ খারিজ করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সেজন্য আজ শুক্রবার রাহুলের সাংসদ পদ খারিজ হয়েছে বলে লোকসভার সচিবালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে।
প্রসঙ্গত ২০১৯ সালে লোকসভা নির্বাচনের প্রচারের সময় রাহুল গান্ধী ‘মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এই মন্তব্যের পর ক্ষুব্ধ পূর্নেশ মোদী সুরাট আদালতে মামলা করেন। এই মামলার প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সুরাট আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে। তাঁকে দুই বছর কারাবাসের নির্দেশও দেওয়া হয়।
এদিকে সুরাট আদালতে রাহুল গান্ধীর আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে জামিন দেয়। তাঁর দুই বছরের সাজা কার্যকরে স্থগিতাদেশ দেয় আদালত। আগামী দিনের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। যদিও তিনি এখনও দোষী সাব্যস্ত থাকায় তাঁর ১০২(১)-ই অনুচ্ছেদ ও জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তাঁর সংসদ খারিজ করা হয়েছে।
next post