April 16, 2025
জেলা

রাস্তা নিয়ে পারিবারিক বিবাদ , ধারালো অস্ত্রর আঘাতে আহত পাঁচ

ভাঙড়, ২৫ জুলাই: রাস্তা নিয়ে পারিবারিক বিবাদের জেরে রক্ত ঝরলো ভাঙরে। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছে পাঁচজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙরের কাশীপুর থানার সাতুলিয়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , ওই এলাকার বাসিন্দা দীন মহম্মদ হালদারের সাথে তার ভাইয়ের চলার রাস্তা নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিবাদ। সেই রাস্তায় তার ভাইয়েরা বেড়া দিচ্ছিল বলে অভিযোগ। দীন মহম্মদের মেয়ে মোবাইলে সেই সময় বেড়া দেওয়ার ছবি তোলাকে ঘিরে বিবাদে জড়িয়ে পড়ে দুই পরিবার। অভিযোগ সেই সময় তার ভাইপো বাপ্পা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পরিবারের পাঁচজনকেই। এই ঘটনা গুরুতর আহত হয়ে পাঁচজনই বর্তমানে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। ঘটনায় কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

Related posts

Leave a Comment