April 15, 2025
বিদেশ

রাষ্ট্রপতি ইওলকে গ্রেপ্তারে তৎপর সেনা-পুলিশ

প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে ঘিরে উত্তাল দক্ষিণ কোরিয়ার রাজনীতি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দেশের রাষ্ট্রপতি ইউন সুক-ইওলকে গ্রেপ্তার করতে রাজধানী সিওলে প্রবেশ করে সেনা ও পুলিশের যৌথ টিম। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রাথমিক বাধা অতিক্রম করে যৌথ বাহিনী প্যালেসের ভিতরে প্রবেশ করলেও প্রেসিডন্টের অফিস কক্ষে ঢুকতে পারেনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে সেনা ও পুলিশের ২৭০০ অফিসার প্যালেসের বাইরে অপেক্ষা করতে দেখা যায়। পুলিশ ১৩৫ টি বাস প্রস্তুত রেখেছে প্রয়োজনে বিক্ষোভকারীদের সরিয়ে নিতে। ইতিমধ্যে কোরিয়ার করাপশন ইনভেস্টিগেশন টিম এক বিবৃতিতে বলেছে প্রেসিডেন্টকে তারা দু’দিনের জন্য নিজেদের হেফাজতে চায়।

জিজ্ঞাসাবাদের জন্য প্রেসিডেন্ট প্যালেস ছেড়ে ইউন সুক-ইওলকে করাপশন ইনভেস্টিগেশন টিমের অফিসে থাকতে হবে। শেষ পর্যন্ত ইউন সুক-ইওলকে গ্রেপ্তার করা সম্ভব হলে তিনিই হবেন দেশের প্রথম বরখাস্ত প্রেসিডেন্ট। এর আগে এও খবর শোনা যায় যে তিনি পদত্যাগ করেছে, কিন্তু পদত্যাগের দাবি উড়িয়ে তিনি ক্ষমতা আঁকড়ে রেখেছেন।

Related posts

Leave a Comment