37 C
Kolkata
April 5, 2025
রাজ্য

রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্য, প্রথম দিনেই মুলতুবি বিধানসভার শীতকালীন অধিবেশন

সংবাদ কলকাতা, ২১ নভেম্বর: আজ সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনের শুরু। কিন্তু, বিজেপি বিধায়কদের প্রবল বিক্ষোভে প্রথম দিনেই মুলতবি হয়ে গেল অধিবেশন। উল্লেখ্য, সম্প্রতি রাষ্টপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন কারামন্ত্রী অখিল গিরি। এর প্রতিবাদে রাজ্যের ওই মন্ত্রীকে বরখাস্ত ও গ্রেপ্তারের দাবি তোলেন রাজ্যের বিরোধী দল বিজেপি-র বিধায়করা। কিন্তু, বিধানসভার মুলতবি প্রস্তাব খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তারপরই উত্তাল হয়ে ওঠে রাজ্যের আইনসভা কক্ষ। বিধানসভার মধ্যেই স্লোগান শুরু করেন বিজেপি বিধায়করা। বাধ্য হয়ে অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার।

এদিকে বিধানসভা কক্ষ থেকে ওয়াকআউট করে বেরিয়ে আসেন বিরোধী দলের বিধায়করা। বিধানসভার বাইরে এসেও স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। উল্লেখ্য, গত দেড় বছরে এই প্রথমবার স্পিকার বাধ্য হয়ে বিধানসভার অধিবেশন মুলতবি ঘোষণা করেন। অন্যদিকে বিজেপি মহিলা মোর্চা রাষ্ট্রপতিকে অপমানের প্রতিবাদে কলকাতার রাজপথে মিছিল করে।

Related posts

Leave a Comment