মস্কো: মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রাশিয়ায়। ঘটনায় মৃত্যু হয়েছে ২০ জন অসহায় বৃদ্ধার। সেখানকার একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে এই ঘটনা ঘটে। শুক্রবার সাইবেরিয়ার কেমেরোভো শহরে এই ঘটনাটি ঘটে। আগুনে ভস্মীভূত হয়ে যায় ওই বৃদ্ধাশ্রমের দুই তলা।
যদিও দমকলের তৎপরতায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, সেটি এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সেখানকার প্রশাসন।