24 C
Kolkata
April 17, 2025
Featured বিদেশ

রাশিয়ার কোভিড টিকা স্পুটনিক-৫ আবিষ্কারে যুক্ত বিজ্ঞানীকে খুন

মস্কো: করোনা মহামারীর সময় প্রথম টিকা আবিষ্কার করে তাকে লাগিয়ে দেয় রাশিয়া। সেই স্ফুটনিক-৫ আবিষ্কারের জন্য রাশিয়ার অক্লান্ত পরিশ্রম করে ১৮ জন বিজ্ঞানী। এই যে বিজ্ঞানীদলের অন্যতম সদস্য আন্দ্রে বটিকভ মস্কো শহরে নিজের বাড়িতে খুন হলেন। ৪৭ বছর বয়সী আন্দ্রে বটিকভকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে। তার গলায় বেল্ট জাতীয় কিছু প্যাঁচানোর দাগ পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। এই ঘটনার তদন্তে নেমে খুনিকে চিহ্নিত করেছে পুলিশ। ২৯ বছর বয়সী ওই যুবক বিজ্ঞানী আন্দ্রে বটিকভকে খুন করে তার বাড়ি থেকে পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে ঘাতক ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কী কারণে সে আন্দ্রেকে খুন করল, তা এখনও স্পষ্ট নয়। ওই যুবককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি স্পষ্ট হবে।

Related posts

Leave a Comment